ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রেনের টিকিট কাটতে ৩০ মিনিটে পৌনে ২ কোটি হিট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ৫, ২০২৪
ট্রেনের টিকিট কাটতে ৩০ মিনিটে পৌনে ২ কোটি হিট

ঢাকা: ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির ৪র্থ দিনেও ওয়েবসাইটে ব্যাপক চাপ রয়েছে।

এদিন সকাল ৮টায় পশ্চিামঞ্চলের টিকিট বিক্রি শুরুর ৩০ মিনিটেই ১ কোটি ৭০ লাখ হিট পড়ে ওয়েবসাইটে।  

বুধবার( ৫ জুন) সকাল আটটা শুরু হওয়া পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রিতে একই প্রবণতা দেখা গেছে।  বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রিতে নিয়োজিত সহজ ডট কমের সিইও সন্দ্বীপ দেবনাথ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। আজ পশ্চিমাঞ্চলের নির্ধারিত ১৫ হাজার ১৩৮ টি আসনে টিকিট বিক্রি হচ্ছে।  

এরমধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪ হাজার ৩৪৯টি টিকিট বিক্রি হয়েছে। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলে আসন বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৮১১টি।  

আজ যারা টিকিট কিনবেন তারা ১৫ জুন ভ্রমণ করতে পারবেন। আর আগামীকাল দেয়া হবে ১৬ জুনের টিকিট। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০জুন থেকে।  

একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতির সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ৫, ২০২৪ 
এনবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।