ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁও ট্রেনের ধাক্কায় একজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ৬, ২০২৪
খিলগাঁও ট্রেনের ধাক্কায় একজন নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনের ধাক্কায় এনায়েতুল্লাহ আনিছ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ জুন) রাত সোয়া ৮টার দিকে বাগিচা হিকমাহ আই হাসপাতালের বিপরীত পাশের রেললাইনে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এনায়েতুল্লাহ আনিছের ভাই মো. শাখায়েতুল্লাহ আজম জানান, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও বাগিচা এলাকাতে নিজেদের বাসায় থাকেন। বাবার নাম এএনএম শহিদুল্লাহ। এনায়েতুল্লাহ ব্যবসা করতেন এবং অবিবাহিত ছিলেন।

তিনি আরও জানান, রাতে বাসা থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে যান এনায়েতুল্লাহ। কিছুক্ষণ পর জানতে পারেন বাগিচা এলাকাতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পরে দ্রুত সেখান থেকে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক এনায়েতুল্লাহকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।