ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ৬, ২০২৪
ধামইরহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁ: নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিহাব হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

 

গ্রেপ্তার সিহাব জয়পুরহাট সদর উপজেলার কেশবপুর কাশিয়াবাড়ী গ্রামের মো. রুমির ছেলে।  

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, পাওনা টাকার জের ধরে গত ২৬ মে সিহাবসহ বেশ কয়েকজন মিলে আব্দুল মজিদ বুলু নামে এক ব্যক্তিকে জয়পুরহাট সদর উপজেলার কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশ রুমে নিয়ে গিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মজিদকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেই রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সিহাবকে নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।