ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ভারতীয় মদসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ৮, ২০২৪
খাগড়াছড়িতে ভারতীয় মদসহ আটক ৩

খাগড়াছড়ি: একটি বালু বোঝাই ট্রাক্টরে করে বিদেশি মদ পাচারকালে তিনজনকে আটক করেছে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছে থেকে দুই ধরনের ১০৮ বোতল ভারতীয় মদ এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়।

শনিবার (০৮ জুন) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সুপার মুক্তা ধর এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (০৭ জুন) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে জেলা সদরের পানছড়ি সড়কের অনন্ত মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

আটকরা হলেন- জামাল হোসেন (৪২), আবু সিদ্দিক (৩৫) ও মোবারক হোসেন (২৮)।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ