ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ৮, ২০২৪
নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ সদস্যরা। এরই মধ্যে ওই বাড়ি থেকে কিছু সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) রাতে গোপন সূত্রে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

পরে পুলিশের একটি বিশেষ দল আজ শনিবার (৮ জুন)  দুপুরে ওই বাড়িতে প্রাথমিক তল্লাশি চালায়। এ সময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে-৪৭ বন্দুক জব্দ করা হয়।

বাড়ির ভেতরে বোমা বা বিস্ফোরক দ্রব্য থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিসপোজাল টিম আনা হয়েছে।  

স্থানীয়রা জানায়, বাড়িটিতে নারী ও শিশু রয়েছেন। পুরুষ জঙ্গিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নানের বাড়ি এটি। তবে তিনি গাজীপুরে থাকেন। দুই বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দেন তিনি।  আরিফকে পাওয়া যায়নি।  

ড. আব্দুল মান্নানের সঙ্গে এ ব্যাপারে জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে তার মূল বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।