ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ৯, ২০২৪
নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে মাদকপরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান।

রোববার (৯ জুন) দুপুরে নওগাঁ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।  

এর আগে শনিবার (৮ জুন) রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মণ্ডলের ছেলে টুয়েল মণ্ডল ও বাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সান্তোষপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় সুমন ও টুয়েলকে গ্রেপ্তার করা হয়। তবে ৮-১০ দৌড়ে পালিয়ে গেছে। তবে পলাতকদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

তিনি জানান, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।