ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থানায় আ.লীগ নেতাকর্মীদের হামলা, পুলিশসহ আহত ৩০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ৯, ২০২৪
থানায় আ.লীগ নেতাকর্মীদের হামলা, পুলিশসহ আহত ৩০  আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে

ঝিনাইদহ: ঝিনাইদহে থানায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে।  

আসামি গ্রেপ্তারের প্রতিবাদে হামলা চালিয়ে থানা ভাঙচুর করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।  

রোববার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শৈলকুপা থানায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।  

আহতরা তিন পুলিশ সদস্য হলেন - আব্দুল সালাম, মো. ইকবাল হেসাইন ও তরিকুল মিনা। আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুস সালাম ও  ইকবাল হোসাইনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।  

আহত অন্যান্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, শৈলকুপায় আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধাওড়া গ্রামের মোস্তাক সিকদারকে পুলিশ আজ রোববার দুপুরে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে বিকালে স্থানীয় আওয়ামী লীগের শত শত লোকজন শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়ে। পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধাঘণ্টা ধরে হামলা-পালটা হামলা চলে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

শৈলকুপা থানার ওসি মো. শফিকুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, হামলায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত সবাই ঝিনাইদহ পুলিশ লাইনের সদস্য বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।