ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মতিঝিলে গাড়িতে তুলে নেওয়া হলো একজনকে, পিস্তল হাতে পেছনে ছুটছিলেন আরেকজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ৯, ২০২৪
মতিঝিলে গাড়িতে তুলে নেওয়া হলো একজনকে, পিস্তল হাতে পেছনে ছুটছিলেন আরেকজন ছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর মতিঝিলে একব্যক্তিকে মারধর করে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।  

রোববার (৯ জুন) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। একটি ফুটেজে দেখা যায়, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেটকার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। আরেকটি ফুটেজে দেখা গেছে, ওই গাড়ির পেছনে পিস্তল হাতে নিয়ে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। দৌড়ানোর সময় তাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমিতে আজ ভবন নির্মাণের কাজ করছিল একপক্ষ। এ সময় প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অপহরণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কে কাকে অপহরণ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।