ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রাম্য মাতবরকে খুনের পরিকল্পনায় বিয়ে করেননি সোজ্জাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ১২, ২০২৪
গ্রাম্য মাতবরকে খুনের পরিকল্পনায় বিয়ে করেননি সোজ্জাত

নওগাঁ: নওগাঁর নাজিম উদ্দিন নামে গ্রাম্য মাতবরকে হত্যার অভিযোগে স্থানীয় দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

 

আটক দুই যুবক হলেন সোজ্জাত ও মেহেদী।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রাম্য মাতবরকে খুনের দায় স্বীকার করেছেন আটক সোজ্জাত। নাজিম উদ্দিনকে খুন করার পরিকল্পনায়  বিয়ে করেননি বলে জানিয়েছেন সোজ্জাত।
  
পুলিশ সুপার জানান, গ্রাম্য সালিশে মারধর ও জরিমানার ক্ষোভ থেকে নাজিম উদ্দিনকে খুন করা হয়।  

তিনি আরও জানান, প্রায় তিন বছর আগে স্থানীয় এক নাপিতকে মারধরের ঘটনায় সালিশ বৈঠকে সোজ্জাতকে ৩০ হাজার টাকা জরিমানা ও মারধর করে নাজিম মাতবর। সেই ক্ষোভ থেকেই সোমবার (১০ জুন) রাত ১১টার দিকে মেহেদীকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে নাজিমকে বাড়ির সামনে ধারালো ছুরি ও হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর অভিযানে নেমে অভিযুক্তদের আটক করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশি ছুরি ও হাতুরি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ও পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।