ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রিজ ভেঙে বিয়ের গাড়ি খালে, নিহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২২, ২০২৪
ব্রিজ ভেঙে বিয়ের গাড়ি খালে,  নিহত ৯

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় ব্রিজ ভেঙে বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে গেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন ) দুপুর ২টার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি গাড়িসহ ভেঙে খালে পড়ে যায়। তখন সেখান থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।  আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, কিছু যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।  ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হওয়ার সময় মাইক্রোবাস ও অটোরিকশাসহ সেতুটি ভেঙে খালে পড়ে যায়।  

তিনি জানান, দুর্ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিস। তাদের ডুবুরি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।