ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৮ নারী-পুরুষ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, জুন ২২, ২০২৪
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৮ নারী-পুরুষ আটক

ফরিদপুর: ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ১৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।

অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

শনিবার (২২ জুন) বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল, বোর্ডিংয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়। এমন অভিযোগের ভিত্তিতে হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় হোটেল গুলশান, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আসাবিক, ভাই-ভাই হোটেল, নিরব বোডিং থেকে পাঁচ নারী ও ১৩ জন পুরুষকে আটক করে থানায় আনা হয়। এছাড়া হোটেল মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জুন ২২, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।