ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অটোরিকশা উল্টে ব্যবসায়ীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
চাঁদপুরে অটোরিকশা উল্টে ব্যবসায়ীর মৃত্যু  প্রতীকী ছবি।

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উপজেলার শোরসাক বাজারে কাপড়ের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।  

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায়কবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। অটোচালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।