ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ ছকিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ ছকিনা

রাজবাড়ী: জেলার পাংশা উপজেলায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মোছাম্মদ ছকিনা বেগম নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূ।  

সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে উপজেলা শহরের আধুনিক ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন এই নারী।

চিকিৎসক জানিয়েছেন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

ছকিনা বেগম রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙি গ্রামের কৃষক মো. বিল্লাল খানের স্ত্রী। এ দম্পতির আগের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

বিল্লাল খান জানান, তার স্ত্রী সোমবার রাত ১০টার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হন। পরে রাত ১১টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়।  

তিনি আরও বলেন, আমার একসঙ্গে তিনটি ছেলে সন্তান হওয়ায় আমি খুবই আনন্দিত। আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও অনেক খুশি।

পাংশা আধুনিক ক্লিনিকের গাইনি কনসালটেন্ট ডা. আকতিনা হানি সুমনা বলেন, নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।