ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

হবিগঞ্জ: দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার কনস্টেবল রবিউল হকের (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।  

পুলিশ জানায়, ভোরে রবিউল ডিউটিতে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকায় হাইওয়ে থানার সামনে পুলিশের গাড়ি থেকে নেমে মহাসড়কের ফুটপাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান রবিউল।  এসময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

ঘটনার পরই ট্রাকসহ চালক ও আরও দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও  মো. মনিরুল ইসলাম (২৬)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।