ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আক্কাস আলী ফকির (৬০) ও পুত্রবধূ লাকি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

লাকি বেগম উপজেলার ছোট চৌগ্রাম গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, ছোট চৌগ্রামের মৎস্য চাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তার দিয়ে পুকুরে বৈদ্যুতিক লাইন টেনেছেন। সকালে লাকি ওই রাস্তার পাশে গোবর তোলার সময় বৈদ্যুতিক তারটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে লাকির শ্বশুর আক্কাস আলী ফকির একটি বাঁশ দিয়ে তারটি সরানোর চেষ্টা করেন। এসময় তারটি ছিটকে এসে তার শরীর স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।  

এঘটনার পর মৎস্য চাষি হামিদুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়েছেন এলাকাবাসী।

ওসি আবুল কালাম আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।