ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে নারীর গলা কাটা মরদেহ, শিশু সন্তান নিয়ে উধাও স্বামী  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
ঘরে নারীর গলা কাটা মরদেহ, শিশু সন্তান নিয়ে উধাও স্বামী
 

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিজেদের ঘর থেকে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা 
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সুফিয়ার স্বামী ও শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে তার স্বামী মো. হাসমত আলী (৪৮) পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৮ জুন) ভোরের মধ্যে কোনো এক সময় উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।  

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

সুফিয়ার স্বামী আসমত আলী এলাকায় চোর হিসেবে পরিচিত। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই সুফিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকাণ্ডের পর আসমত আলী তাদের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন, যোগ করেন ওসি।  

তিনি আরও বলেন, আসমত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।