ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি-কসমেটিক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি-কসমেটিক জব্দ

নেত্রকোনা: নেত্রকোনা দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক জব্দ করা হয়েছে। এর সর্বমোট বাজারমূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা।

 শুক্রবার (২৮ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।  

এ অভিযানের প্রধান সমন্বয়ক ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এবং অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরও সদস্যরা।

অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি জব্দ করা হয়। একইসঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন, নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। এর বাজার সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা বলে জানান ম্যাজিস্ট্রেট।

দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামাল পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কলাকান্দায় বৃহস্পতিবার (২৭ জুন) সীমান্তের বউ বাজার, গলাছড়া ও সন্ন্যাসীপাড়া এলাকা থেকে প্রায় ৩৮ লক্ষাধিক টাকার ৫৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এর আগে বুধবার (২৬ জুন) কলমাকান্দার বিভিন্ন সীমান্ত থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ২০ লাখ টাকার ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

কলমাকান্দায় টাস্কফোর্সে অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষে প্রধান সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।