ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
মাগুরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

মাগুরা: সদর উপজেলায় বজ্রপাতে তামিম মোল্ল্যা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার চন্দপ্রতাপ পূর্ববাড়িয়ালা ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সদর উপজেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় তামিম মোল্ল্যা ফসলের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরে আসার পথে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহিদ রাসেল বলেন, চন্দপ্রতাম গ্রামের বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এমন খবর শুনেছি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।