ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহী ও নোয়াখালীতে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
রাজশাহী ও নোয়াখালীতে দুদকের অভিযান

ঢাকা: সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে নোয়াখালী জেলার চাটখিলে এবং প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবির অভিযোগে রাজশাহী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩০ জুন) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ দুটি অভিযান পরিচালনা করে।

জানা গেছে, নোয়াখালী জেলার চাটখিল, সোনাইমুড়ী ও সুবর্ণচর সদর উপজেলায় সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়ক বিভাগ, নোয়াখালীর নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সুবর্ণচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন ছয়টি রাস্তা পরিদর্শন করা হয়।  

পরিদর্শনকালে দেখা যায়, চারটি নতুন রাস্তা নির্মাণাধীন রয়েছে এবং এবং দুটি রাস্তা সংস্কারকৃত। নির্বাহী প্রকৌশলী, এলজিডি, নোয়াখালীর কার্যালয় থেকে উল্লিখিত রাস্তা সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। রেকর্ডপত্র ও নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন পর্যালোচনাপূর্বক টিম অভিযোগের বিষয়ে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এদিকে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) আওতায় প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবি এবং প্রশিক্ষণভাতা আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রাজশাহীতে প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে এবং দাখিল করা আবেদনসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।