ঢাকা: দেশের সর্ববৃহৎ দ্বিভাষিক অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম যাত্রার চতুর্দশ বছর পেরিয়ে ১৫তম বছরে পা রেখেছে। ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’—এই স্লোগান নিয়ে ২০১০ সালের ১ জুলাই যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) এই সংবাদ প্রতিষ্ঠান।
‘যখনই ঘটনা তখনই সংবাদ’—পাঠকের কাছে চটজলদি সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শুরু থেকেই কাজ করে চলেছেন বাংলানিউজের সংবাদকর্মীরা। সোশ্যাল মিডিয়ার এই বাড়বাড়ন্তের যুগে নানা বিভ্রান্তি, গুজব ও অপতথ্যের জাল সরিয়ে সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদের জন্য পাঠক বাংলানিউজকেই রেখেছেন তাদের আস্থা-ভরসার জায়গায়। সেইসঙ্গে দেশের সব পত্রিকা, চ্যানেল ও টেলিভিশনের কাছেও সংবাদের প্রথম সোর্স বাংলানিউজ।
জাতীয়, রাজনীতি, অর্থনীতি-বাণিজ্য, আন্তর্জাতিক, খেলা, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, নির্বাচনসহ সময়োপযোগী, রুচিশীল এবং পাঠকের আগ্রহের সব ধরনের খবর দিন-রাত ২৪ ঘণ্টা প্রকাশের মধ্য দিয়ে বাংলানিউজ এখন গোটা বিশ্বের অন্যতম বড় বাংলাভাষী অনলাইন সংবাদমাধ্যম।
বাংলানিউজের প্রাণ ও প্রেরণা আমাদের পাঠকরা। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা রয়েছেন বাংলানিউজের সবসময়ের সঙ্গী হয়ে। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এক শুভেচ্ছাবার্তায় বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে দেশ-জাতির সেবায় ব্রত বাংলানিউজ তার লাখো-কোটি পাঠকের কাছে পৌঁছে গেছে। তাদের প্রেরণাকে পুঁজি করে বাংলানিউজ ভবিষ্যতে এই কাজটি আরও বিস্তৃত পরিসরে করতে দৃঢ়প্রত্যয়ী।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছে বাংলানিউজ।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহানের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলানিউজ।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪