ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়া থানা থেকে পালালেন আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
আখাউড়া থানা থেকে পালালেন আসামি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামি পালিয়ে গেছেন।  

সোমবার (১ জুলাই) দুপুরের দিকে আসামির পলায়নের এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২ জুলাই) বিষয়টি জানাজানি হয়। তবে এখনও পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ।

পলাতক আসামির নাম আরজু মিয়া (২৪)। তিনি প্বার্শবর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে।

ধরখার ফাঁড়ি থানা সূত্রে জানা গেছে, ১ জুলাই সকাল ১০টার দিকে ফাঁড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজুকে চার কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে তার নামে নিয়মিত মাদক মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। দুপুর ২টার দিকে আসামি আরজু কৌশলে পালিয়ে যান। এদিকে আসামিকে খুঁজে না পেয়ে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর থেকে আরজুকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।  

এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, আসামি আরজুকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। কিন্তু তিনি সবার অগোচরে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।