ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুল থেকে ফেরার পথে কাচালং নদীতে ভেসে গেল ৭ম শ্রেণির ছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
স্কুল থেকে ফেরার পথে কাচালং নদীতে ভেসে গেল ৭ম শ্রেণির ছাত্র

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাচালং নদীর স্রোতে ভেসে গেছে কৃতিত্ব চাকমা নামে এক স্কুলছাত্র। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (০৩ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।  

নিখোঁজ কৃতিত্ব মধ্যম বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে।

বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি বিকাশ চাকমা বলেন, মঙ্গলবার বিকেলে স্কুল শেষে কৃতিত্ব চাকমা সহপাঠীদের সঙ্গে বাঘাইছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।