ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ওষুধ ভেবে বিষপান, অতঃপর..

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:৩১ পিএম, জুলাই ৩, ২০২৪
ওষুধ ভেবে বিষপান, অতঃপর..

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে ওষুধ ভেবে বিষপান করেছেন রহিমা খাতুন (৮০) নামের এক বৃদ্ধা।  

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক।

রহিমা খাতুন গাংনী উপজেলার জালশুকা গ্রামের মাঝপাড়া এলাকার সলেমান মণ্ডলের স্ত্রী।

বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে নিজ বাড়িতে বিষপান করেন বৃদ্ধা রহিমা।

রহিমা খাতুনের ছেলে আব্দুর রহসান জানান, প্রায় ৭/৮ মাস পূর্বে আমার মা চোখের সমস্যা নিয়ে ওষুধ খাচ্ছেন। তিনি ইদানীং চোখে দেখতে পাচ্ছেন না। আজকে পরিবারের লোকজন অন্য কাজে ব্যস্ত ছিল। এ সময় তিনি ওষুধ ভেবে ঘরে থাকা বিষ পান করে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, ওই বৃদ্ধার অবস্থা শঙ্কটাপন্ন। তার চিকিৎসা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসএএইচ

বাংলাদেশ সময়: ১:৩১ পিএম, জুলাই ৩, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।