ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসের গ্লাস ভেঙে ঢুকে গেল খুঁটি, নারীসহ দুজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
বাসের গ্লাস ভেঙে ঢুকে গেল খুঁটি, নারীসহ দুজনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকে থাকা খুঁটি বাসের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ায় নারীসহ দুজন নিহত হয়েছেন।  

বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার গোড়াই শিল্প নগরের মিলগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

পুলিশ জানায়, বুধবার সকালে অনিতা পরিবহনের একটি বাস নীলফামারী থেকে ঢাকা যাচ্ছিল। পথে মিলগেট এলাকায় পৌঁছালে পল্লীবিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে খুঁটি বাসের ভেতরে ঢুকে দুজন নিহত হন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।