ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

জামালপুরে হু হু করে বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
জামালপুরে হু হু করে বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

জামালপুর: টানা বৃষ্টি ও উজানের পানিতে জামালপুরের নদীগুলোতে ক্রমসই পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে তলিয়ে গেছে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল।

ফলে পানিবন্দি হয়ে পড়েছেন চরাঞ্চলের মানুষ।

গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

স্থানীয়রা জানান, বন্যা রক্ষা বাঁধ না থাকায় ইসলামপুরের চিনাডুলী ও পার্থশী ইউনিয়নের ২০টি গ্রামে পানি প্রবেশ করেছে। খাল-বিল পানিতে ভরে উঠেছে। এছাড়া দেওয়ানগঞ্জের নিচু ফসলি জমিগুলোতে পানি হচ্ছে। এই পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে নদী ভাঙন। এছাড়া পানি বৃদ্ধি পাওয়া পাট, আখসহ ফসলের মাঠ তলিয়ে গেছে। তবে এখনও কেউ খোঁজ নিতে আসেনি বলে জানান তারা।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, যমুনা নদীর বাহাদুরবাদ পয়েন্টে ৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের জামালপুর পয়েন্টে পানি বিপৎসীমার ৩ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরও চারদিন পানি বৃদ্ধি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।