ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় সেকেলা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার (৩ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে কাশিয়ানী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেকেলা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের মনু মসুলির স্ত্রী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক তুষার মৃধা জানিয়েছেন, গোপালগঞ্জের ভাটিয়োপাড়া থেকে রাজবাড়ীর কালুখালীগামী

ভাটিয়াপাড়া এক্সপ্লেস ট্রেনে কাশিয়ানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধা ভাটিয়াপাড়া এলাকায় জামাতা সোহাগ খানের বাড়িতে যাচ্ছিলেন। রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশ লাশ সুরতহাল করে।

রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।