ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের উন্নতি ৩-৪ দিনের মধ্যে, নিরবচ্ছিন্ন গ্যাস চলতি মাসের মাঝামাঝি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
বিদ্যুতের উন্নতি ৩-৪ দিনের মধ্যে, নিরবচ্ছিন্ন গ্যাস চলতি মাসের মাঝামাঝি

ঢাকা: আগামী তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

 

গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্না বিঘ্ন এবং শিল্প কারখানায় উৎপাদন কমে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আগামী ১৫-১৬ তারিখের দিকে আমরা আশাবাদী গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে।  

তিনি আরও জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে পায়রা চালু হয়ে গেছে। আবার বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। আদানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ডলারের দামের তারতম্যের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্যের মধ্যে বড় একটা ফারাক রয়ে গেছে। বিতরণ কোম্পানিগুলো লোকসানে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ৪,২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।