ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
মৌলভীবাজারে ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

মৌলভীবাজার: বন্যা পরিস্থিতির কারণে জেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত রয়েছে। বন্যার কারণে এসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষা স্থগিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি মাদরাসা। এরমধ্যে বেশিরভাগই বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজারে মোট ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার কারণে ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে মৌলভীবাজার সদরে রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনগর উপজেলায় দুটি, বড়লেখা উপজেলায় ১৫টি, জুড়ী উপজেলায় সাতটি এবং কুলাউড়ায় দশটি।

এদিকে বন্যার কারণে কার্যক্রম বন্ধ হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পনেরটি ব্যবহৃত হচ্ছে বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। এসব প্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।