ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কোটা পুনর্বহালের প্রতিবাদে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
কোটা পুনর্বহালের প্রতিবাদে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শাহবাগে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করেছেন শিক্ষার্থী।  

শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা।

 

এদিকে শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তবে শাহবাগ মোড় থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা মোড়ে জড়ে হয়ে তাদের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।