ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কোটা বাতিলের দাবিতে ট্রেন অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
ময়মনসিংহে কোটা বাতিলের দাবিতে ট্রেন অবরোধ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে জামালপুরগামী অগ্নিবীণা এক্সেপ্রেস ট্রেন অবরোধ করেছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ট্রেনযাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

রোববার (৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সানকিপাড়া লেভেল ক্রসিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ ট্রেন অবরোধের ঘটনা ঘটে।

এ সময় বিকেল ৩টা ৪০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত নগরীর সানকিপাড়া লেভেল ক্রসিং এলাকায় জামালপুরগামী অগ্নিবীণা এক্সেপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ আন্দোলনে নগরীর আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।  

আন্দোলনকারীরা বলেন, কোটা প্রথা বাতিলের দাবিতে দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচির আওতায় এ ট্রেন অবরোধ করা হয়েছে। অবিলম্বে কোটা প্রথা বাতিল করা না হলে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে রাজপথে আরও কঠোর হতে বাধ্য হবে ছাত্র সমাজ।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনে মুখে জামালপুরগামী অগ্নিবীণা এক্সেপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আটকা পড়েছিল। তবে এখন ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, এর আগে কোটা প্রথা বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা দুই দফা ট্রেন অবরোধ করেছিল।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।