ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজেএমসির লিজ দেওয়া মিলগুলো লাভজনক করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
বিজেএমসির লিজ দেওয়া মিলগুলো লাভজনক করার সুপারিশ

ঢাকা: বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) মালিকানাধীন যে সব মিল লিজ দেওয়া হয়েছে সেগুলো লাভজনক করতে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার (৮ জুলাই) জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ 

কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিজেএমসির মালিকানাধীন যে সব মিল লিজ দেওয়া হয়েছে সেগুলো লাভজনক কিনা, সম্পদটি সিকিউরিটিজ করে বন্ড, শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে সরকারের কোনো লাভজনক কাজে ব্যবহার কিংবা বিজেএমসির কোনো শিল্প কারখানা আধুনিকায়ন করার কাজে লাগানো যায় কিনা তা একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সংশ্লিষ্টদের সুপারিশ করেছে।

বৈঠকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া বিজেএমসির যে তিনটি মিল এখনও লিজ প্রদান করা হয়নি সেগুলোকে ইকোনমিক জোন কিংবা হাইটেক পার্কে প্রতিস্থাপন করা যায় কিনা তা নিরূপণে একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে তিন থেকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে বিজেএমসির বিগত পাঁচ বছরের একীভূত স্থিতিপত্র, আয়-ব্যয় হিসাব ও লাভ-লোকসান হিসাব এবং সর্বশেষ হিসাব আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্টের ওপর সিএজির কার্যালয় থেকে যে সব মতামত দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করে সুনির্দিষ্ট জবাব দেওয়ার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান, বিভিন্ন সংস্থা প্রধানরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এসকে/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।