ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটা ইস্যু: মিছিলে-স্লোগানে উত্তাল রাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
কোটা ইস্যু: মিছিলে-স্লোগানে উত্তাল রাবি

রাজশাহী: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন স্লোগানে ফের উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

 

রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রাবির শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন হল প্রদক্ষিণ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। তারা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।

উল্লেখ্য, চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। তাদের অপরাধটা কী?’ 

মূলত এরই পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে রাবি শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন বলে সংগঠকরা দাবি করেছেন।

** কোটা ইস্যু: ঢাবিতে শিক্ষার্থীদের মিছিল

** মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, রাজাকারের বাচ্চা-নাতিপুতিরা পাবে?

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।