ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে হাবিপ্রবি ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
শিক্ষার্থীদের সঙ্গে হাবিপ্রবি ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

দিনাজপুর: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে হাবিপ্রবির সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

এর আগে এদিন বিকেল ৩টার দিক থেকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সমবেত হতে থাকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।  

এদিকে, একই সময়ে হাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কোটা সংস্কারের পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।  

আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবির সামনের সড়কে মিছিল বের করে। পরে তারা সেখানে বসে সড়ক অবরোধ করে রাখেন। পাল্টা-পাল্টি বিভিন্ন স্লোগানের পর আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। সন্ধ্যা পর্যন্ত চলমান ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ, সাংবাদিকসহ ২০ জন আহত হন।  

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল-মামুন বলেন, উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় চার-ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।