ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেয়র হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
মেয়র হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৭ জুলাই) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান এতথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক আলেয়াকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- আব্দুর রশিদ (৩৫) ও মারুফ (২০)। তারা নিহত আলেয়া বেগমের নাতি বলে জানা গেছে। তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়।

এসআই মাহমুদা রহমান জানান, আলেয়া ভাষানটেক বস্তিতে থাকতেন। রাতে তারা তিন জন মোটরসাইকেলে করে ডেমরায় এক আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের ডেমরা মুখী অংশে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে তিন জনই গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে মৃত্যু হয় আলেয়া বেগমের। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।