ঢাকা, বুধবার, ২ শ্রাবণ ১৪৩১, ১৭ জুলাই ২০২৪, ১০ মহররম ১৪৪৬

জাতীয়

মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা

কক্সবাজার: কক্সবাজারে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দায় এলাকায় মাদক সেবনে বাধা ও শাসন করায় বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই।

মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে  ইউনিয়নের  খোন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত রাখেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

নিহত বাবুল হোসেন (৩০) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার নুরুল হকের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে আবু তাহের দেওয়ান বলেন, মঙ্গলবার রাতে রামু উপজেলার চেইন্দা স্টেশনে মাদক সেবনের পর মাতলামি করছিল আলী হোসেন। এ সময় স্টেশনে উপস্থিত থাকা বড় ভাই বাবুল হোসেন তাকে দেখতে পেয়ে উশৃঙ্খল আচরণ না করে বাড়ি চলে যাওয়ার জন্য আদেশ করেন। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে।

ওসি জানান, পরে বড় ভাই বাবুল হোসেন একা বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে পথে অন্ধকারে বড় ভাইকে ধারাল অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।