নওগাঁ: নওগাঁয় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৪ জুলাই) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা।
জেলা প্রশাসক জানান, সারাদেশের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু নওগাঁ বরাবরই শান্ত জায়গায়। এখানে তেমন কোনো সহিংসতা দেখা যায়নি। সেদিন বিবেচনা করে সকাল আটটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথারীতি সন্ধ্যা ৬টা পর থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এসময় সকল দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, অফিসহ সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান এবং জরুরি প্রয়োজনীয় কাজে মানুষ বের হতে পারবে।
তিনি আরও জানান, কারফিউ শিথিলের সিদ্ধান্তের বিষয়ে পুরো শহরে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং সরকারি এই আদেশ জনসাধারণকে মেনে চলার অনুরোধ জানানো হবে।
কারফিউ শিথিলের ঘোষণা আসার পরে শহরে মানুষের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ কাজের সন্ধানে বের হতে বেশি দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসএম