ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাশকতাকারীদের ছবি-ভিডিও চেয়ে যোগাযোগের নাম্বার দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
নাশকতাকারীদের ছবি-ভিডিও চেয়ে যোগাযোগের নাম্বার দিল পুলিশ

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টিকারীদের সম্পর্কে তথ্য এবং নাশকতার সময়ে অপরাধীর ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এই দুটি মোবাইল নম্বরে নাশকতাকারীদের তথ্য দিয়ে সহয়তার অনুরোধ জানানো হয়েছে- ০১৩২০-০০১২২২, ০১৩২০-০০১২২৩

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। বিটিভি ভবন, মেট্রোরেল স্টেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, এক্সপ্রেসওয়ের টোলপ্লাজাসহ বেশ কয়েকটি স্থানে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তকারী।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।