ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাক্টরচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
নওগাঁয় ট্রাক্টরচাপায় শিশু নিহত

নওগাঁ: জেলায় ট্রাক্টরচাপায় সিফান হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার কাদিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত কাদিপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বাংলানিউজকে জানান, সকালে বাড়ির সামনে খেলা করছিল সিফান। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাক্টরচালক ও হেলপারকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।