ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত, আহত ১৩

বাগেরহাট: মোল্লাহাটে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত ও ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

রোববার (২৮ জুলাই) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ওই নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।  

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি খুলনার রুপসা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি গাড়িকে অতিক্রম করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। এসময় ১৩ জন যাত্রী আহত হন এবং ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।  

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  কর হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নুরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।