দিনাজপুর: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্র অধিকার পরিষদের নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দিনাজপুরে নাশকতার সাত মামলায় ৬৮ জনকে গ্রেপ্তার করা হলো।
রোববার (২৮ জুলাই) গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান ভুট্টু (৩০), ছাত্র অধিকার পরিষদের সহ-সংগঠনিক সম্পাদক সজীব (১৯) দপ্তর সম্পাদক আব্দুর রহমান (১৯), দিনাজপুর সাদাত কোচিংয়ের পরিচালক ও শিক্ষক আমিরুল ইসলাম (৫৮), জেলা যুবদলের কোষাধ্যক্ষ জাহান সেলিম সুমন (৪০) এবং বিএনপি নেতা রফিক আলী ওরফে শাহীন (৫০), জালাল মিয়া (৩৮) ও বিরামপুরের বিএনপি নেতা দবিরুল ইসলাম।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা জুলাই ২৮, ২০২৪
এসএম