ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার পৌরসভার ৫৯৮ কোটি ৮৬ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
কক্সবাজার পৌরসভার ৫৯৮ কোটি ৮৬ লাখ টাকার বাজেট ঘোষণা

কক্সবাজার: কক্সবাজার পৌরসভার ৫৯৮ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ১০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করা হয়।

বুধবার (৩১ জুলাই) বিকেলে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট উপস্থাপন করা হয়।

কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪১ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকা।

বাজেটে উন্নয়ন আয় দেখানো হয়েছে সর্বমোট ৫৫২ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত হতে আয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে অনুদান ৫৪৭ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত হতে ব্যয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে ব্যয় ৫৪৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

পানি সরবরাহ খাতে আয় দেখানো হয়েছে ৮০ লাখ ৬৫ হাজার টাকা। এ খাতে ব্যয় ৯১ লাখ ৮৫ হাজার টাকা।

মুলধন আয় দেখানো হয়েছে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। মুলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ১০১ টাকা ৭১ পয়সা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ১০১ টাকা ৭১ পয়সা।

ঘোষিত বাজেট পর্যালোচনা করে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ সভাপতি আবুল কাসেম সিকদারসহ অন্যান্যরা। এ সময় পৌরসভার কাউন্সিলরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।