ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছে সরকার।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং শুরু হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদেশি কূটনীতিকদের সামনে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে চায় সরকার। সেই লক্ষ্যেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এই ব্রিফিংয়ে যুক্তরাজ্য, চীন, সুইডেন, কাতার, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।
ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে চলমান পরিস্থিতি তুলে ধরছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এর আগে ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতি তুলে ধরতে কূটনৈতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
টিআর/এমজেএফ