ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে কাভার্ডভ্যান-পিকআপভ্যান সংঘর্ষে নিহত দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
গৌরনদীতে কাভার্ডভ্যান-পিকআপভ্যান সংঘর্ষে নিহত দুই

বরিশাল: জেলার গৌরনদীতে কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (০২ আগস্ট) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলার বাসিন্দা ও পিকআপভ্যানের চালক মো. মহিম (২০) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও পিকআপভ্যানের আরোহী আলেক হাওলাদার (৪২)।

এছাড়া দুর্ঘটনায় আলেক হাওলাদারের স্ত্রী আসমা বেগম আহত হয়েছেন। তিনি জানান, বাসাবাড়ি বদল করে ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন তার স্বামী। আর ঢাকার বাসার মালামাল ছিল পিকআপভ্যানটিতে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী একটি পিকআপভ্যান আজ সকাল সাড়ে ৬টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। তখন বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেন। আর এক নারীসহ দুইজন আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক মহিম ও তার পাশে বসা যাত্রী আলেক হাওলাদার নিহত হন। সেইসঙ্গে আলেকের স্ত্রী আসমা বেগমসহ দুইজন আহত হয়েছেন। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন এসআই কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।