টাঙ্গাইল: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (০৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রায় ১০ হাজার শিক্ষার্থী জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। সমাবেশ শেষে তারা মহাসড়ক অবরোধ করে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
আরএ