ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘অসহযোগ আন্দোলন’ ঠেকাতে রামপুরা সড়কে আ. লীগের মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
‘অসহযোগ আন্দোলন’ ঠেকাতে রামপুরা সড়কে আ. লীগের মিছিল

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সম্পূর্ণ মন্ত্রীসভার পদত্যাগ ও বিচারের আওতায় আনার এক দফা দাবিতে দেশব্যাপী চলমান ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচিকে ঠেকাতে রাজধানীর রামপুরার রাস্তায় নেমেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে রামপুরা সড়কে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (২৪ আগস্ট) বেলা  সোয়া ১২টার দিকে প্রায় ৩ শতাধিক মানুষের একটি মিছিল রামপুরা হাজিপাড়া প্রধান সড়ক হয়ে রামপুরা বাজারের দিকে যেতে দেখা যায়। এই সময় তারা সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে - ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘রাজপথে আছি রাজপথে থাকবো শেখ হাসিনার হাত আরো শক্তিশালী করব’।

ওই মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি জানান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যুবলীগ, ছাত্রলীগ  সবাই এই মিছিলে অংশগ্রহণ করেছে যতদিন পর্যন্ত দেশ শান্তি না হবে ততদিন পর্যন্ত আমরা সড়কে থাকব। শেখ হাসিনার পাশে আছি শেখ হাসিনার পাশে থাকব।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪  
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।