ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জেলা আ.লীগ অফিসে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ফরিদপুরে জেলা আ.লীগ অফিসে অগ্নিসংযোগ

ফরিদপুর: ফরিদপুরে জেলা আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগ অফিসের ১৫-২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (০৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলে তারা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সকাল ১১টার দিকে জেলা শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে অবস্থান নেন তারা। এসময় হঠাৎ দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা আসবাবপত্রে অগ্নিসংযোগ করে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় আওয়ামী লীগ অফিসে থাকা ১৫-২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ খবর লেখা পর্যন্ত ফরিদপুর জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।