ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে এমপি হেনরীর পুড়ে যাওয়া বাসায় মিলল ২ কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
সিরাজগঞ্জে এমপি হেনরীর পুড়ে যাওয়া বাসায় মিলল ২ কঙ্কাল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসভবন আগুনে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এঘটনায় তার বাসা থেকে দুইজনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে জেলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন।

রোববার (৪ আগস্ট) রাত ১১টার দিকে দুজনের কঙ্কাল উদ্ধার হয়। এদের মধ্যে একজন শহরের জানপুর এলাকার ছাত্রলীগ কর্মী শাহিন বলে নিশ্চিত হওয়া গেছে। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।  

সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার দুপুরের দিকে আন্দোলনকারীরা এমপি ড. জান্নাত আরা হেনরীর বাসায় হামলা করে। এ সময় বাসায় অবস্থান করা নেতাকর্মীরা বের হয়ে নিরাপদ স্থানে চলে গেলেও ছাত্রলীগ কর্মী শাহীন হেনরীর বাসার ভেতরে চলে যান। এর কিছুক্ষণ পর আন্দোলনকারীরা বাসায় আগুন ধরিয়ে দেয়। পরে দিনভর দলের নেতাকর্মীসহ সবাই নিরাপদ দূরত্বে থাকার পর রাতে বাসায় এসে দুইজনের কঙ্কাল পরে থাকতে দেখে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।