ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
মানিকগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত  তাইবুর রহমান টিপু

মানিকগঞ্জ: ছাত্র আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী, সাধারণ জনতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান টিপু রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন।

সোমবার (৫ আগস্ট) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি।

নিহত তাইবুর রহমান টিপু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের চাচা।

তিনি বলেন, মরদেহ কখন মানিকগঞ্জে আনা হবে সে বিষয়ে এখনো পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।