ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

নেত্রকোনা: নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপির নেতারা।  বুধবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য একেএম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।  

এসময়  যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ পাঠান, তাজেজুল ইসলাম ফারাসসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় হামলা, লুটপাট প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডা. আনোয়ারুল হক।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।