ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিএনপির ১৮০ নেতা-কর্মী কারামুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
ময়মনসিংহে বিএনপির ১৮০ নেতা-কর্মী কারামুক্ত

ময়মনসিংহ: দুদিনে ময়মনসিংহে বিএনপির ১৮০ নেতা-কর্মী জামিনে কারামুক্ত হয়েছেন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়ায় মামলায় গ্রেপ্তার হয়ে এসব নেতাকর্মী কারাবন্দি হন।

বুধবার (৭ আগস্ট) ও গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন লাভের পর এই নেতা-কর্মীরা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।  

আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) মো. সফিকুল ইসলাম সাংবাদিকেদের জানান, গত দুদিনে বিএনপির ১৮০ জন নেতা-কর্মী জামির লাভের পর তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য মুক্তিপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির কোশাধ্যক্ষ রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুদিনে ময়মনসিংহ সদর উপজেলার ৬৭, ভালুকার ১৮, হালুয়াঘাট-ধোবাউড়ার ৬, মুক্তাগাছা-ফুলবাড়িয়ার ২০, নান্দাইলের ১০, ফুলপুর-তারাকান্দার ২৫, গৌরীপুর-ঈশ্বরগঞ্জের ১৭, গফরগাঁও-পাগলার ছয়জন জামিনে মুক্তি পেয়েছেন।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গত ১৬ বছর ধরে গায়েবি মামলায় বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছেন। বিনা কারণে জেল খেটেছেন বিএনপির নেতাকর্মীরা। অবশেষে দীর্ঘ জুলুমের হাত থেকে দেশের মানুষ ও গণতন্ত্র মুক্তি পেয়েছে। আগামী দিনে যোগ্য নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ঢেলে সাজানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।